তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নীলফামারীতে রাতের আধারে বিষধর সাপের কামড়ে মোমিনা বেগম ( ৩৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে ।
গতকাল রবিবার ( ১২ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে শয়নকক্ষে লুকিয়ে থাকা বিষধর সাপের কামড়ে এই গৃহবধূর মৃত্যু হয়।
নিহত মোমিনা বেগম নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুষনা গ্রামের মোজাফফর হোসেন বাবুর স্ত্রী ও ৩ সন্তানের জননী।
প্রত্যক্ষদর্শী ও নিহত মোমিনার স্বামী জানান যে গতকাল রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর ঘরের ভিতর মোশারীর উপর একটি সাপ দেখতে পেয়ে সাপটিকে মেরে ফেলা হয় এবং পরে আমরা শুয়ে পড়ি কিন্তু কিছুক্ষণ পর আমার স্ত্রী হাতে একটু ব্যথা অনুভব করলে আমরা ধারণা করি হয়তো কোন তেলাপোকা কামড় দিয়েছে।
পরে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রীর সম্পূর্ণ শরীর কালো হয়ে গেছে আর তার হাতে দুটি সাপের কামড়ের মতো চিহ্ন , তখন গ্রাম্য এক ডাক্তার কে ডেকে আনা হলে তিনি মোমিনাকে দেখে মৃত ঘোষণা করেন এবং সাপের কামড়ে মোমিনার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এদিকে কিশোরগঞ্জ থানার ওসি ( অফিসার ইনচার্জ ) জনাব আব্দুল আউয়াল বিষয় টি নিশ্চিত করে বলেন আমি খবর পাওয়া মাত্র ঘটনাস্হলে যাই এবং নিহত মোমিনার লাশ দেখে নিশ্চিত হই যে সাপের কামড়ে তার মৃত্যু হয়েছে তাই নিহত মোমিনার লাশ সেখানেই তার পরিবারের কাছে হস্তান্তর করি ।