1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

নানা আয়োজনে পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৮৮ ০৫ বার পঠিত

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ হাতে দেখলে সাদা ছড়ি এগিয়ে গিয়ে সহায়তা করি এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্যে দিয়ে পঞ্চগড়ে বিশ্ব সাদা ছড়ি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সাড়ে বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এবং বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ ও পঞ্চগড় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা। র্যালিটি শহরের জেলা প্রশাসকের কার্যালয় সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিরুল্লাহ, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমান, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা সহ জেলা শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শ্রবন, বাক ও দৃষ্টি প্রতিবন্ধীদের হাতে সাদা ছড়ি দেখলে তাদের রাস্তা পারাপার সহ সার্বিক সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ