1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সহকারী শিক্ষকদের হাতে প্রধান শিক্ষক লাঞ্ছিত স্কুলে পাঠদান ব্যহত নেকড়ে আতঙ্কে লালমনিরহাট লামায় জীনামেজু অনাথ আশ্রমে কম্বল বিতরণ করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান আটপাড়ার তেলিগাতী বৈদ্যনাথ হরেকৃষ্ণ একাডেমীরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গলাচিপা সমলয় পদ্ধতিতে ধান চাষ কার্যক্রম উদ্বোধন শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দুয়ায় ইয়াং স্টার একাডেমী ফুটবল একাডেমীর শুভ উদ্বোধন করেন রোটারিয়ান এম. নাজমুল হাসান নেত্রকোণা জেলার সাবেক যুবদলের সভাপতি মরহুম আল আমিন খান পাঠানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত পঞ্চগড়ে জেলা জজসহ চার বিচারকের অপসারণের দাবিতে বিক্ষোভ মেঘালয় থেকে আসা ৯০ লাখ টাকার গবাদিপশু চিনির চালান জব্দ খালেদদাদচৌধুরীসাহিত্যপুরস্কারঘোষণা, এবার পুরুস্কার পাচ্ছেন কবি ও সাংবাদিক হাসান হাফিজ

মুন্সীগঞ্জ পৌরসভায় গৃহবধূ গলায় দড়ি দিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৯ ০৫ বার পঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলায় মুন্নী আক্তার (২১) নামে এক গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মুন্সীগঞ্জ পৌরসভার চরশীলমান্দি গ্রামে গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। পরিবারের দাবি স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের প্ররোচণায় মুন্নী আক্তার আত্মহত্যা করেছেন। মুন্নী আক্তার একই এলাকার নুর মোহাম্মদ বেপারীর মেয়ে ও মজিবর কাজীর ছেলে রোমানিয়া প্রবাসী জসীম কাজীর স্ত্রী। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় বাদী হয়ে একটি অপমৃত্য মামলা করেছেন নিহত মুন্নী আক্তারের ভাই ফয়সাল হোসেন। জানা গেছে, ২০১৭ সালে একই গ্রামের জসীম কাজীর সাথে মুন্নীর সাথে বিয়ে হয়। তাদের ঘরে আফরোজা জাহান নামের ৬ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নিহত মুন্নীর মা আসমা বেগম অভিযোগ করে বলেন, “আমার মেয়ে মুন্নীকে বিয়ের পর থেকে তার স্বামী জসীম ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন সময় যৌতুক দাবী করে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। আমরা মেয়ের সুখের কথা চিন্তা করে জসীমের ভিটিতে বারান্দাসহ ১টি চৌচালা টিনের ঘর তুলে দেই। আমাদের আর্থিক সহযোগিতায় জসীম রোমানিয়া যায়। আমার মেয়ের জসীম দেশে জুয়া খেলায়।আসক্ত ছিল এবং জসীম রোমানিয়া যেয়েও জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণ পরিশোধের জন্য বিভিন্ন সময় টেলিফোন করে আমার মেয়েকে মানসিকভাবে বিপর্যস্ত করে।” তিনি আরো অভিযোগ করে বলেন, “ঘটনার দিন রোমানিয়া থেকে আমার মেয়ের সাথে জসীম কথা বলার পরপরই জসীমের প্ররোচণায় ফ্যানের সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে মুন্নী। আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আমার মেয়েকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়া আসলে কর্তব্যরত ডাক্তার মুন্নীকে মৃত ঘোষণা করেন।” এ ঘটনা ধামাচাপা দিতে জসীমের পরিবার বিভিন্ন সময় হুমকি ধামকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। মুন্সীগঞ্জ সদর থানার ওসি মোঃ খলিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ