পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার,হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতি পাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৪ ইং উদযাপন উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী,পদযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর)সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে।জেলা প্রশাসনের প্রাঙ্গন থেকে একটি পদযাত্রা শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে হাত ধোয়া প্রদর্শনী শেষে এক আলোচনা সভা অনুৃষ্ঠিত হয়।
এ সময় হাত ধোয়ার কৌশল দেখিয়ে দেন জন স্বাস্থ্যের সদর উপজেলা প্রকৌশলী জহিরুল ইসলাম।
আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন-পঞ্চগড় সদর সার্কেল আমিরুল্লা,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মিনহাজুর রহমান,সমাজ সেবা অধিদপ্তর পঞ্চগড়ের উপ পরিচালক অনিরুদ্ধ কুমার রায়,পরিসংখ্যানের উপ-পরিচালক গোলাম রব্বানী,জন স্বাস্থ্যের উপ-সহকারি প্রকৌশলী নুনী গোপাল সিংহ সহ স্কুল,কলেজের শিক্ষার্থীরা।