বিশেষ সংবাদদাতাঃ ফরিদপুরে মহাসড়কে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহতের খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর চারটার দিকে ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে গ্রিন পরিবহণ ও খাগড়াছড়ি পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
এসময় ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছে এবং আহত অন্তত ২০ জন। আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়টি নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী সংবাদকর্মীকে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর কোতোয়ালি থানাধীন মল্লিকপুর এলাকায় ভোর ৪ টার দিকে দু’বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহতদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি তবে নাম পরিচয় সনাক্তকরণে আমরা কাজ করছি।