মোঃ সুজন বেপারী, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জে শারদীয় দুর্গা পূজা-২০২৪” উপলক্ষে জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা পুলিশ সুপার।
১০ই অক্টোবর শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন সার্বজনীন দূর্গা পূজামন্ডপ পরিদর্শন করেন মান্যবর পুলিশ সুপার, জনাব মুহম্মদ শামসুল আলম সরকার মহোদয়। পুলিশ সুপার মহোদয়কে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এ সময় তিনি পূজামন্ডপে উপস্থিত সকলকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় বলেন, “পূজাকে কেন্দ্র করে যদি কোন ব্যক্তি/গোষ্ঠি বিশৃংঙ্খলার সৃষ্টি করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মন্দিরে ব্যাগ নিয়ে প্রবেশের পূর্বে তল্লাশি, সিসি ক্যামেরার মাধ্যামে মনিটরিং এবং বিভিন্ন সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করেন।”
এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পূজা উদযাপন কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।