মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা পুলিশ ফাঁড়ি তদন্ত কেন্দ্র নতুন ইনচার্জ হিসেবে যোগদান করেন জনাব আজাদ সাহেব ভারপ্রাপ্ত অফিসার।
ভারপ্রাপ্ত পুলিশের ইনচার্জ কর্মকর্তা জনাব আজাদ সাহেব ফাঁড়ি তদন্ত কেন্দ্রের নতুন যোগদান হিসেবে দায়িত্বরত করেন বলে দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সুজন বেপারী কে জানান।
তার ফেসবুক পোস্টে দেখা যায় ভিডিও বার্তায় তিনি জানান, হারানোর কিছু নাই কেননা পৃথিবীতে এসেছিলাম একা খালি হাতে আবার যেতে হবে একা। মাঝখানে যে পথটা অনেক বিপদজনক এবং অনেক আরামদয় এখন পথকি বিপদজনক কে বেঁচে নিবেন নাকি আরামদয় বেঁচে নিবেন যদি আরামদয় বেঁচেনিতে হয়। অবশ্যই আপনাকে নিয়ম কারণ ধর্মীয় অনুভূতি মেনে চলতে হবে এবং যে টা করলে আপনার জন্য বিপদ হবে সেটা থেকে এবাউট তাহলে আপনার পরিবার নিরাপদ আপনি ও নিরাপদ। কেননা অনেকেই আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু সে একবেলা খেতে পায় না অনেক রোগে আক্রান্ত হয় আবার যে লোকটার কিছু নাই সে কিন্তু দুমুঠো ডাল ভাত দিয়ে খুব মজা করে খাচ্ছে সুস্থ আছে সুতারং সিদ্ধান্ত আপনার সুস্থ থাকবেন।