1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভোটদিয়ে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ কোন এমপি,মন্ত্রী কাউকে আর দেওয়া যাবেনা-পঞ্চগড়ে সারজিস আলম সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনাবিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ব্যারিস্টার নওশাদ জমির বিএনপিতে ‘আশ্রয়’ পাচ্ছে আওয়ামী লীগের লোকজন তেঁতুলিয়ায় এবতেদায়ী মাদ্রাসার জমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরী করার প্রতিবাদে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তান্ডব ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আসন্ন নাসিক নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াইয়ের ঘোষনা দিয়েছেন লন্ডন প্রবাসী আরামবাগ সরদার বাড়ী নিবাসী জনাব মোশাররফ হক বাপ্পী পঞ্চগড় আটোয়ারী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ আহত ২০-২২ জন ও আটক ২৫-২৮ জন

শায়খুল হিন্দের মাহফিল থেকে বাড়ি ফেরা হলো না ১৩ বছরের হাফেজের

  • প্রকাশের সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৭২ ০৫ বার পঠিত

এস এম গোলাম রাব্বি, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্রকোনা মুক্তার পাড়ায় জমিয়তে উলামায়ে ইসলামের মাহফিল থেকে  বাড়ি ফেরার সময়  বাসের জানালায় উঁকি দেয়ায় বিদ্যুৎ এর খুঁটির সাথে টক্কর লেগে গুরুতর আহত হয় মাদ্রাসা পড়ুয়া এক ছাত্র।
এর পর  দ্রুত  বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  রাত ৯.১০ ঘটিকায় মৃত ঘোষণা করে।

নিহত এই ছাত্রের জানাজা আজ সকাল ১০ ঘটিকায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় নেত্রকোনা জেলার জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি তাহের কাসেমী সহ বিভিন্ন উপজেলা থেকে মাদ্রাসার ছাত্র -শিক্ষক ও সাধারণ মুসুল্লিরা উপস্থিত ছিলেন। জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান  মাহমুদ হাসান দেওবন্দী( র.)  তিনি ভারতবর্ষে শায়খুল হিন্দ নামে প্রসিদ্ধ।
ঘটনাটি ৯ অক্টোবর মঙ্গলবার  রাত ৮.৪৫ ঘটিকায় বারহাট্টা গোপালপুর পশ্চিম বাজারের রাস্তা সংস্কারের জায়গাটিতে ঘটেছে। এখানে বিদ্যুৎ এর খুঁটি রাস্তার মাঝখানে রেখেই ঢালায় দেয়া হচ্ছে বৃথায় এমন ঘটনা আরও ঘটবে বলে জানায় এলাকাবাসী।
নিহত ছাত্রের নাম আশরাফুজ্জামান সিফাত( ১৩) সে  নেত্রকোনার বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের সিংধা পশ্চিম পাড়া গ্রামের  মনোয়ার হোসেন আলাল মিয়ার ছোট ছেলে।
বিদ্যুৎ এর খুঁটির নিচে এক ব্যবসায়ী রিপন কুমার ধর বলেন রাস্তায় বিদ্যুৎ এর খুঁটি গুলো খুব বিপদজনক হয়ে ওঠেছে। নিহত ছেলেটির পাশে বসা যে ছাত্রটি ছিল সে বলেছে জানালা দিয়ে উঁকি দেয়ার সময় তার মাথাটি বিদ্যুৎ এর খুঁটির সাথে আঘাত লাগে। ছেলেটার শরীর থেকে যে পরিমাণ রক্ত বের হয়েছে সে কেমনে বাঁচে। রাস্তার এই জায়গায় এসে বাচ্চাগুলো কে একটু সতর্ক করে দিলেই এমন ঘটনা ঘটতো না।
প্রত্যক্ষদর্শীরা জানান এখানে যে ঠিকাদার কাজ করছে সে অনেক অনিয়ম করছে। রাস্তা আঁকাবাকা করে ও পিলার গুলো রেখেই ঢালাই করার কারনে আরও বড় বড় দূর্ঘটনা ঘটার আশংকা রয়েছে। কত সুন্দর ছেলেটি চোখের সামনে মারা গেলো। কেউ কেউ মাদ্রাসা কতৃপক্ষকে দায়ী করে বলছে, এত ছোট ছোট ছাত্রদের এভাবে নিয়ে আসা উচিৎ হয় নি। রাজনৈতিক মাহফিলে এই সব ছোট ছোট ছাত্রদের নিয়ে দৌড়াদৌড়ি করার কি প্রয়োজন।
পারিবারিক সূত্রে জানা যায় আশরাফুজ্জান নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সাওতুল কোরআন ওয়াসসুন্নাহ নূরানী  হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন গত রাত আনুমানিক ৮ থেকে ৯ ঘটিকার মধ্যে গোপালপুর বাজারে ঘটনাটি ঘটেছে। মোহনগঞ্জ থেকে ৪ টি বাস রিজার্ভ করে তারা নেত্রকোনায় ইসলামি সভা শুনে বাড়ি ফিরছিলো। জানালা দিয়ে উঁকি দেয়ার সময় এমন দূর্ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরিবর্তীতে মামলা করবে না বলে লিখিত  অঙ্গিকার দেয়ায় লাশ টি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ