এস এম গোলাম রাব্বি, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ অতিবৃষ্টি ও উজানের ঢলে নেত্রকোনার বারহাট্টা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনা খাবার ও চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ অক্টোবর)বিকাল সাড়ে ৪টার দিকে রায়পুর ইউনিয়নের শিমুলিয়া এলাকায় পানিবন্দি ২০০ টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল,শুকনা খাবারও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ।
এ সময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদ উল্লাহ খান,জনস্বাস্থ্য অফিসার বিদ্যু মিয়া, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান রাজু সহ রায়পুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য ও স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি বলেন, উজান থেকে নেমে আসা পানি ও টানা বৃষ্টির ফলে উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের নিনিম্নাঞ্চল তলিয়ে গেছে।তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়পুর ও সাহতা ইউনিয়ন। বন্যার্তদের সহায়তায় করতে বারহাট্টা উপজেলা প্রশাসন সর্বদায় বন্যার্তদের পাশে রয়েছে। পর্যায়ক্রমে বন্যা দুর্গত প্রতিটি ইউনিয়নে এ ত্রাণ বিতরন করা হবে।