ফয়সাল চৌধুরী, আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ ষষ্ঠী পূজার মধ্য দিয়ে নেত্রকোনার আটপাড়ায় শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব ‘শারদীয় দূর্গাপূজা’। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বুধবার বিকাল ৩টায় উপজেলার সোনাজুর বাজার ও মধুয়াখালী পূজা মন্ডপ পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভূমি) নিলুফা ইয়াসমিন নিপা, তিনি বিভিন্ন পূজা মণ্ডপে যান এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে মতবিনিময়সহ পূজার সার্বিক প্রস্তুতি সর্ম্পকে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংবাদিক ফয়সাল চৌধুরী সহ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা৷