পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ে স্থানীয় ছাত্র সমাজের সঙ্গে মত বিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মো. সাবেত আলী।
বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা সহ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক বলেন, বিবেক ও ন্যায়েবোধে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পঞ্চগড় জেলা কে এগিয়ে নিতে আমাদের সকল কে এক সঙ্গে কাজ করতে হবে। পঞ্চগড় জেলায় কোনো প্রকার অনৈতিক কর্মকান্ড হতে দেওয়া হবে না। আমরা পঞ্চগড় কে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলবো। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া সব বিষয়ে আমরা কাজ শুরু করবো।
তিনি বলেন, সর্ব প্রথমে আমাদের ভালো মানুষ হতে হবে। আমরা ভালো মানুষ হতে পারলে প্রত্যেক সেক্টর থেকে অনিয়ম নির্মূল হয়ে যাবে। মাদকের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কোন মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন, আমি লক্ষ্য করেছি পঞ্চগড় জেলা শহরের প্রবেশ পথে একমাত্র করতোয়া সেতু। আমরা পরিকল্পনা করছি অতিদ্রুত আরেকটি সেতু ও বাইপাস সড়ক নির্মাণ কাজ করার। সারাদেশের মধ্যে পঞ্চগড় জেলা জন্ম নিবন্ধনে অনেক পিছিয়ে। আমরা আগামী ডিসেম্বরের মধ্যে জন্ম নিবন্ধন এগিয়ে নিয়ে আসবো। তার জন্য প্রয়োজন আপনাদের সহায়তা। আপনারা আপনাদের ইউনিয়নে জন্মগ্রহণ করা থেকে শুরু করে এক বছর পর্যন্ত যতগুলো শিশু তাদেরকে আপনারা জন্ম নিবন্ধন করার জন্য কাজ করুন।
জেলা ছাত্রদলের সভাপতি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদ সরকার তারা যে অপকর্ম করেছে যদি একই ভাবে আমরা তা করি তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোন পার্থক্য নেই। অতএব আমাদের মানুষের, সমাজের ও রাষ্ট্রের কল্যাণের জন্য কাজ করতে হবে। মানুষের পাশে সব সময় থাকতে হবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, আমরা ইতি মধ্যে দেখেছি পঞ্চগড়ের নবাগত ডিসি মহোদয় পঞ্চগড়ের উন্নয়নের জন্য নানা রকমের উদ্যোগ গ্রহণ করেছেন। স্যারকে জেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা স্যারের উন্নয়ন মূলক কর্মকান্ডের সাথে সব সময় আছি এবং থাকবো, ইনশাআল্লাহ।