সঞ্জিব দাস,গলাচিপা পটুয়াখালী প্রতিনিধিঃ শিক্ষক জাতি গড়ার কারিগর আর সেই শিক্ষকদের কেন ন্যায্য দাবি আদায়ে সড়কে করতে হচ্ছে মানববন্ধন? পটুয়াখালীর গলাচিপায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নে এক দফার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকাল এগারটার দিকে উপজেলা পরিষদ ভবন সংলগ্ন সড়কে ঘন্টা ব্যাপি একশত সাতানব্বইটি স্কুলের আটশত পঞ্চাশ জন সহকারী শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চলমান মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান, সহকারী সমন্বয়ক খলিলুর রহমান সহ সহকারী শিক্ষকবৃন্দ।
শিক্ষক যদি গুরু হয় দশম গ্রেড কেন নয়। এক দফা, এক দাবি, দশম গ্রেড ন্যায্য দাবি। দাবি নয় অধিকার আর কোন মতভেদ নয়। ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে দশম গ্রেড দিতে হবে। দশম গ্রেড বাস্তবায়নে এক দফার দাবিতে সহকারী শিক্ষকরা বক্তব্যে এ দাবি তুলে ধরেন। এ সকল ফেস্টুন প্লেকাট নিয়ে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন এক দফার দাবিতে মানববন্ধন করান।