মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে শতাধিক পূজা মন্ডপে অনুদান বিএনপির মুন্সিগঞ্জ সদর, শহর ও গজারিয়া উপজেলার শতাধিক পূজা মন্ডপে অনুদান দিয়েছে বিএনপি।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মহিউদ্দিন আহমেদ পূজা মন্ডপ পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিদের হাতে ১০ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন।
এসময় জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রশান্ত কুমার মন্ডল দুলাল, সাবেক সভাপতি অভিজিৎ দাস ববি, মুন্সিগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি ভবতোষ চৌধুরী নুপুর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর ফকির, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, শহর যুবদলের সভাপতি এনামুল হক, সাবেক ছাত্রনেতা কাজী আবু সুফিয়ান বিপ্লবসহ স্ব-স্ব পূজা মন্ডপ কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন অন্যান্য প্রমুখ।