মোঃ শাহিনুর রহমান শাহিন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা ইউনিয়ন বিএনপির উদ্যোগে খালের নেটপাটা অপসারণ করা হয়েছে। মঙ্গলবার (৮অক্টোবর) সকালে নগরঘাটা হাড়কাটা থেকে শুরু করে নিমতলা পর্যন্ত খালে থাকা সকল নেটপাটা অপসারণ করা হয়।
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান মোড়ল জানান, ইউনিয়ন বিএনপির সভাপতি, সাবেক চেয়ারমান মহব্বত আলী সরদারের নেতৃত্বে এলাকার জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এর আগে এলাকায় মাইকিং করে নিজ দায়িত্বে নেটপাটা তুলে নেওয়ার কথা বলা হয়। একাজে ইউনিয়নের গ্রাম পুলিশ ও সাতজন শ্রমিক অংশ নেন।
এসময় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।