1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান পঞ্চগড়ে ঘোড় দৌড় দেখতে মানুষের উপচে পড়া ভিড়! উৎসবে মাতলো হাজারো মানুষ পঞ্চগড়ে জাগপা’র বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ পঞ্চগড়ে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের কমিটি গঠন রতনীবাড়ী বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে উল্লখ যোগ্য ৬ পদে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীর জামিন না মঞ্জুর পঞ্চগড়ে আল ইহসান হজ গ্রুপ ও স্কুল অফ দা হলি কুরআন আয়োজিত প্যারেন্টিং প্রশিক্ষণ পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস উদযাপিত পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি নিয়ে স্মরণ সভা

কুষ্টিয়ায় বিদ্যুতের স্পর্শে নারীর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৬৫ ০৫ বার পঠিত

সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ কুষ্টিয়া শহরে ওজোপাডিকো’র অবহেলা ও খামখেয়ালীপনায় বিদ্যুতের খুঁটি স্পর্শের এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোরে শহরের মাহাতাব উদ্দিন রোড সংলগ্ন রাজু’র কবরের দক্ষিণ পাশের গলিতে এঘটনা ঘটে। নিহত নারীর নাম শিরিনা খাতুন (৩০)। তিনি কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাশিমপুর গ্রামের নির্মান শ্রমিক রফিকুল ইসলামের স্ত্রী।

নিহত শিরিনা খাতুন কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের পিছনে মজিরনের বাড়িতে স্বামী ও ৩ সন্তান নিয়ে ভাড়া থাকতেন। তার ছোট সন্তানের বয়স ৩ বছর।

নিহতের স্বামী রফিকুল ইসলাম জানান,”রবিবার ভোর ৬ টার দিকে আমার স্ত্রী বাসা থেকে মেসে রান্নার উদ্দেশ্যে বের হয়। মেসের রান্না শেষে সাড়ে ৭ টার সময় একজন মহিলা বাসায় দৌড়ে এসে  বিদ্যুতে শট খাওয়ার সংবাদ জানালে ঘটনা স্থানে যেয়ে দেখি আমার স্ত্রী বিদ্যুতের খুঁটির পাশে উল্টে পড়ে আছে। আমার ছোট সন্তানের বয়স ৩ বছর।ঘুম থেকে উঠে তার মায়ের সাথে আর দেখা হয় নি। আমি কার কাছে এই বিচার চাব?”

প্রত্যক্ষদর্শী রিনা খাতুন (৫৫) জানান, রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় সে সময় রাজুর কবরের গলির মধ্যে পানি জমে ছিল। ঘটনার সময় শিরিনা খাতুন বিদ্যুতের খুঁটির পাশ দিয়ে যাওয়ার সময় ছোঁয়া লেগে ছটফট করে রাস্তায় পড়ে যায়। উদ্ধার করতে যেয়ে বিদ্যুত স্পৃষ্টের বিষয়টি টের পেয়ে বিদ্যুত বিভাগে খবর দেয়া হয়। আধা ঘন্টা পর বিদ্যুত বিভাগের লোকজন ঘটনা স্থানে এলে লাশ উদ্ধার করা হয়।

এবিষয়ে ওজোপাডিকো লি: কুষ্টিয়ার বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘আমরাও প্রথমে শুনেছি, বিদ্যুতের খুটির সাথে স্পর্শ হয়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনার দিন রাতে প্রচুর বৃষ্টি হয়ে সেখানে পানি জমে ছিলো, প্রাথমিক ধারণা করেছিলাম যে ওই খুটির লেগে থাকা সার্ভিস তারে কোথাও লিক হয়ে পানি সংযোগে সিমেন্টের ওই পিসি পোলে বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। কিন্তু ঘটনাস্থলে গিয়ে আমরা তাৎক্ষনিক পরিক্ষা করে বিদ্যুতায়নের প্রমান পায়নি। কিন্তু স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি যে ওই খুটির সাথে স্পর্শে করে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। তবে যেটাই ঘটুক পরিবারটি খুবই গরীব অভাবী, ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু আর্থিক সাহায্যের জন্য আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। আশা করি ওই পরিবারকে আমরা কিছু আর্থিক সাহায্য দিতে পারবো।

দূর্ঘটনার পর পরই ঘটনা স্থানে উদ্ধার করতে যাওয়া সুজন বলেন, “শট মারার কারনে আমরা নিহতের কাছেই যেতে পারিনি। ওখানে তখন অনেক লোক ছিলো”।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ