সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মাদ আরেফিনের আগমন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটকে উপজেলার অফিসার্স ক্লাব কক্ষে উপস্থিত থেকে ফুল ও ক্রেস্ট প্রদান করেন অফিসার স্টাফ ও ইউপি চেয়ারম্যানদয়। এ সময় নব বাংলাদেশে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়েছে। পরে উপজেলার চার শহীদ পরিবারের হাতে চেক তুলে দিয়েছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফিন।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা আর্মি ক্যাম্প কমান্ডার মেজর মেহেদি হাসান, গলাচিপা থানা অফিসার ইনচার্জ আসাদুর রহমান।
মতবিনিময় সভায় আলোচ্য বিষয় হলো শারদীয় দুর্গা উৎসব, সাম্প্রদায়িক সম্প্রীতি, হাট-ঘাট একশ্রেণির দখলদারিত্ব, ভূমি অফিসে দূর্নীতি, রেজিস্ট্রি অফিসে দূর্নীতি সহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।