বিশেষ সংবাদদাতাঃ মহানবী হযরত মুহাম্মদ ( সাঃ) কে ভারতে কটুক্তির প্রতিবাদে হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখা নবনির্বাচিত কমিটির উদ্যোগে আগামী ১২ অক্টোবর শনিবার বিকাল তিনটায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
গত ৮অক্টোবর লাকসাম শহরের একটি রোস্তরায় হেফাজতে ইসলামের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় এই ঘোষণা দেওয়া হয়।
উক্ত বিক্ষোভ মিছিল সফল করতে বিকাল তিনটায় লাকসাম হাউজিং স্টেট মসজিদের সামনে সদস্যদেরকে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা শাখার নবগঠিত কমিটির উক্ত পরিচিতি সভায় মাওলানা মুফতি মোঃ আবু ইউসুফ সভাপতি ও মাওলানা আবুল খায়েরকে সাধারণ সম্পাদক করে ১১৫ সদস্য বিশিষ্ট উপজেলা কার্যকরী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মুফতি মোঃ শামসুল ইসলাম জিলানী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম লাকসাম শাখার উপদেষ্টা শিল্পপতি মোঃ নাসির উদ্দিন মজুমদার, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন লাকসাম শাখার সভাপতি জনাব সেলিম মাহমুদ ও বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট এম এস দোহা।
উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ উক্ত পরিচিতি সভায় তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন।
সেই সাথে আগামী ১২ অক্টোবর বিকেল ৩ টায় অনুষ্ঠিতব্য বিক্ষোভ মিছিল সফল করতে লাকসাম হাউজিং এস্টেট মসজিদের সামনে সকলকে উপস্থিত হওয়ার আহ্বান জানান।