1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে তিস্তায় ৪৬ কিলোমিটার সাঁতার কেটে প্রথম হলেন বগুড়ার রাব্বী রহমান

  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৯ ০৫ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধি -ঃ বন্যার পানিতে তিস্তা উন্মত্ত যৌবনা। চারদিকে উতাল পাতাল ঢেউ। যোদকে চোখ যায় সে দিকে তিস্তার স্রোত আর ঘূর্ণিপাকে জলরাশি উচ্ছাস। সেই পানিভরা তিস্তা নদীতে টানা ৪৬ কিলোমিটার সাঁতরে পাড়ি দিয়েছেন রাব্বী রহমান। এজন্য তিনি সময় নিয়েছেন মাত্র ৫ ঘণ্টা ৩৮ মিনিট ছাব্বিশ সেকেন্ড। প্রতিযোগিতায় তিনি সেরা সাঁতারু হিসেবে পুরুস্কৃত হন।
শনিবার মুজিব শতবর্ষ উপলক্ষে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে শেখ কামাল তিস্তা সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন জেলার ১৩পুরুষ ও ২জন নারী সাঁতারু অংশ নেন। দ্বিতীয় হিসেবে পুরুস্কৃত হন রড়গুনা জেলার সাইফুল ইসলাম রাসেল তার সময় লেগেছিল ৫ঘণ্টা ২৬ সেকেন্ড এবং তৃতীয় হন নারী সাঁতারু মিতু আকতার তার সময় রাঘে ৬ ঘণ্টা ১মিনিট ৩৫ সেকেন্ড। মিতু আকতার বগুড়ার মেয়ে।
শনিবার (১১ সেপ্টেম্বর) সকাল নয়টায় লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে সাঁতার প্রতিযোগিতায় অংশ নেন রাব্বী রহমান। সেখান থেকে ৪৬ কিলোমিটার নদীপথ পাড়ি দিয়ে রংপুরের গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুরে পৌঁছান বগুড়ার এই সাঁতারু। তিনি ১৫জন সাঁতারুকে পিচনে ফেলে এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে ২০২০ সালে রাব্বি বাংলা চ্যানেল সাঁতার কেটে ৪০জন প্রতিযোগিকে পিছনে ফেলে প্রথম হওয়ার গৌরব অর্জন করে।
রাব্বী রহমান গত বছর বাংলা চ্যানেল পাড়ি দিতে ১৫ জন সাঁতারুকে পিছনে ফেলে প্রথম হবার গৌরব অর্জন করেছিলেন। এবার তিস্তা জয়ে আনন্দিত এই কিশোর বলেন, আমার স্বপ্ন বিশ্বসেরা সাঁতারু হবার। এ জন্য নিজেকে তৈরি করতে আমি চেষ্টা করছি। ইচ্ছে আছে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরার।
সকাল নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত তিস্তা ব্যারেজ থেকে ৪৬ কিলোমিটার পাড়ি দিয়ে গঙ্গাচড়া শেখ হাসিনা তিস্তা সেতুর মহিপুরপ্রান্তে এসে পৌঁছায় সাঁতারুরা। সেখানে তাদেরকে হাজার হাজার মানুষ অভিবাদন জানিয়ে বরণ করে নেন। এসময় তিস্তা নদীর দুইপাড়ে ছিলো উৎসুক জনতার ভিড়।
পরে প্রতিযোগিতার সমাপণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক রসিক) আসনের সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।
এর আগে সকাল সাড়ে আটটায় তিস্তা ব্যারেজ পয়েন্টে প্রতিযোগিতার উদ্বোধনী আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা। বিশেষ অতিথি ছিলেন নীলফামারীর ডালিয়া বাংলাদেশ পানিউন্নয়ন বোর্ডের (বাপাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা, রংপুর বিএডিসির নির্বাহী প্রকৌশলী মিজানুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু। সভাপতিত্ব করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ