মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২৪ এর র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
(৬অক্টোবর ২০২৪) রবিবার বেলা ১১ টার সময় উক্ত দিবসের কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে এসে সমবেত হয়। এরপর বেলা সাড়ে এগারোটার সময় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উছেন মে এর সভাপতিত্বে উপজেলা তথ্য কর্মকর্তা মোছাঃ তানিয়া সুলতানার উপস্থাপনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কে বিভিন্ন সমস্যার সৃষ্টি ও সমাধানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, মডেল থানা ওসি তদন্ত স্বপন কুমার, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহারুজ্জামান সবুজ, সাফদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, দোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল জলিল বিশ্বাস, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, সাংবাদিক, গ্রাম পুলিশ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।