1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যুক্তরাষ্ট্রে ইউনিক গ্রুপের এমডির কন্যা নাদিহা সড়ক দুর্ঘটনায় নিহত পঞ্চগড়ের আটোয়ারী সীমান্ত থেকে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু, আহত দুই স্বামীর নির্যাতন সইতে না পেরে আত্মহত্যার অভিযোগ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবাসিক হোটেল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার মতলবে মায়া পুত্র দিপু চৌধুরীর নামাজে জানাজায় লাখো মুসল্লির ঢল পঞ্চগড়ে বাছাইয়ে ৪ প্রার্থীর মনোনয়ন বাতিল গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারালেন প্রকৌশলী, তেঁতুলিয়ার ইউএনওসহ আহত ৩ শনিবার স্বামীর খোঁজে তেঁতুলিয়ায় ভারতীয় তরুণী পঞ্চগড়ে পালিত হলো ১৯ তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৩

ঝিনাইদহ কোটচাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু, স্বাস্থ্যবিধি মেনে চলার প্রত্যয়

  • প্রকাশের সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬৩ ০৫ বার পঠিত

মোঃ আবু সুফিয়ান শান্তি, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
দীর্ঘদিন পর শুরু হয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম। তারই ধারাবাহিকতায় ঝিনাইদহের কোটচাঁদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে।


আজ রবিবার (১২সেপ্টেম্বর) সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরকার ঘোষিত নানা  দিক নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি নিশ্চিত করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে পাঠদান কার্যক্রম। শিক্ষার্থীদের পদচারনায় আবার মুখরিত হয়ে উঠেছে বিদ্যালয় প্রাঙ্গন। অনেকদিন পর প্রিয় বিদ্যালয়ে  আসতে পেরে উচ্ছ্বসিত ও উৎফুল্ল শিক্ষার্থীরা।   উপজেলা শিক্ষা বিভাগ সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠান গুলো খোলার আগে থেকেই উপজেলার প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়,  মাদ্রাসা, কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষরা প্রতিষ্ঠান প্রাঙ্গন ও পাঠদানের কক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন করাসহ অন্যান্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
 প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান গেইটে শিক্ষার্থীদের মাস্ক প্রদান, স্প্রে করা, ও শরীরের তাপমাত্রা পরিমাপ করে ও ফুলেল শুভেচছা জানিয়ে শ্রেনীকক্ষে কক্ষে প্রবেশ করানো হয়েছে ।এছাড়াও প্রতিটি কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের বসানোর ব্যবস্থা করা হয়েছে। 
 সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাসনিয়া, রাজিয়া সুলতানা সহ অনেকেই জানায় দীর্ঘদিন পরে প্রিয় বিদ্যালয়ে আসতে পেরে তারা খুবই খুশি। সকল স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষকরা তাদের শ্রেনি কক্ষে প্রবেশ করিয়েছে। এভাবেই তারা আগামীতেও স্কুলে আসতে চায়। 
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঈসহাক আলী বলেন, আমরা পাঠদানের শুরুতেই শিক্ষার্থীদের প্রথমেই করোনা ভাইরাস প্রতিরোধে অবশ্যই করনীয় বিধি ও সরকারের নির্দেশনাগুলো ভালো ভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রতিদিন বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদেরকে আপাতত সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই পাঠদান কার্যক্রম চলবে।তিনি আরও বলেন, আমরা আগেই প্রতিটি শ্রেণি কক্ষ জীবানুনাশক দিয়ে পরিস্কার করেছি। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বেঞ্চে চিহ্নত করেছি।  এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দেলোয়ার হোসেন বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করে উপজেলার সকল বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে। আগামীতেও সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব এবং সরকারের জারি করা নির্দেশনা মোতাবেক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের জন্য স্বস্ব বিভাগকে নির্দেশনা প্রদান করেছি। যেন কোন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মের কোন ব্যাঘাত না ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ