সামরুজ্জামান (সামুন), কুষ্টিয়াঃ বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৭,১৮ ও ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে সাধুসঙ্গ ও লালন মেলা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় লালন একাডেমির আয়োজনে আগামী ১৭,১৮ ও ১৯ অক্টোবর বৃহস্পতিবার শুক্রবার ও শনিবার, পহেলা কার্তিক থেকে তিনদিন ব্যাপী কুষ্টিয়ায় শুরু হচ্ছে লালন মেলা। ১৮৯০ সালের এ দিনে কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়া বাড়িতে বাউল সম্রাট লালন শাহ দেহ ত্যাগ করেন।
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালনের আখড়াবাড়ি মানেই যেনও সুর সাধনার এক অন্য পৃথিবী। বছর ঘুরে আবারো লালনের তিরোধান দিবস উপলক্ষে সেজে উঠবে গোটা এলাকা। পরিবার-পরিজন, বন্ধু বান্ধব ছাড়াও এ তিরোধান দিবসে ছেঁউড়িয়ার লালন আঁখড়ায় বাড়িতে সাধু ভক্তদের আড্ডায় মুখরিত হবে।
সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও লালন একাডেমীর আয়োজনে রাতভর চলবে লালন মঞ্চে লালন সংগীত পরিবেশন। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত দোকানিরা পসরা সাজিয়ে বসবেন এই গ্রামীণ মেলার স্টলে। দূর দূরান্ত থেকে ফকির সাধকদের আগমন বার্তা শোনা যাবে আখড়াবাড়ির আঙিনায় এলেই।