জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধিঃ ছাতক থানা পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ১৮৫ বোতল মদ আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ০২.৩০ ঘটিকায় ছাতক পৌরসভার চরেরবন্দ গ্রামস্থ সুরমা নদীর দক্ষিণ পাড় সংলগ্ন জনৈক ছত্তার মিয়ার বিল্ডিং এর নিচে খালি জায়গায় থেকে এসব আটক করা হয়।
জানাযায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসানের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ) সিকান্দর আলী সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাত রাত ০২.৩০ ঘটিকায়ন পৌরসভার চরেরবন্দ গ্রামস্থ সুরমা নদীর দক্ষিণ পাড় সংলগ্ন জনৈক ছত্তার মিয়ার বিল্ডিং এর নিচে খালি জায়গায় পৌঁছামাত্র মাত্র আসামী ১। নাছির মিয়া (৪০), পিতা-মৃত জমির আলী, ২। ইসলাম উদ্দিন (৪২), ৩। সোহেল মিয়া (৩৫), উভয় পিতা-মৃত হুসমত আলী, সর্ব সাং-চরেরবন্দ, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ’গণ তাদের রক্ষিত১৮৫ বোতল ভারতীয় মদ ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
এসময় এসআই সিকান্দর আলী স্থানীয় সাক্ষীসহ সঙ্গীয় পুলিশের সহায়তায় উপরোক্ত মালামাল উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার মামলা নং-০৩ দায়ের করেন।
থানার এসআই জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তদন্তভার এসআই সনজয় সরকাকে দেয়া হয়েছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং মামলাটি তদন্তাধীন রয়েছে।