জুনাইদ আহমদ, ছাতক প্রতিনিধিঃ ছাতকে গুপ্ত ঘাতকদের ছুরিকাঘাতে খুন হয়েছেন হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান (৮০ ) নামের এক ব্যক্তি। এলাকায় কবিরাজ নামেই পরিচিত সৈয়দ আব্দুল হান্নান উপজেলার গোবিন্দগঞ্জ- সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের পুত্র।
বৃহস্পতিবার সকাল ৬.০০ ঘটিকা হইতে ৯.০০ ঘটিকার মধ্যে নিজ বোনের বাড়িতে খু*ন হয়েছেন হাফিজ সৈয়দ মাহমুদুল হাসান ওরফে আব্দুল হান্নান। তিনি অবিবাহিত একই গ্রামের বোনের বাড়িতে একাই বসবাস করতেন বলে জানাগেছে। বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। এ সুবাদে ওই বাড়ির কেয়ার টেকারের দায়িত্বেও ছিলেন
তিনি।
ভোরে গ্রামের মসজিদে ফজরের নামাজ শেষে বাড়িতে ফিরে বোনের বাড়ির বারান্দায় ঘাতকদের ছুরিকাঘাতে খুন হন তিনি।স্বজনরা ঘরের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।