আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরে শহীদি কাফেলা বাংলাদেশ জামায়াত ইসলামী পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) শাখার ৭ নম্বর ওয়ার্ডের যুব বিভাগের কমিটি গঠন করা হয়েছে। জানা গেছে, ২ অক্টোবর বুধবার কমিটি গঠন উপলক্ষে পাঁচন্দর ইউপির কচুয়া উচ্চ বিদ্যালয় চত্ত্বরে কর্মী সমাবেশ আয়োজন করা হয়। এদিন ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আলহাজ্ব আব্দুল হামিদের সভাপতিত্বে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউপি শাখার আমির মোহাম্মদ জুয়েল রানাপ্রমুখ। এদিন মুক্তারুল ইসলামকে সভাপতি সিহাব উদ্দিন ফরহাদকে সম্পাদক ও তাসনিম আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।