মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের নবাগত জেলা প্রশাসকের সাথে পঞ্চগড় জেলা রোভার এর সভাপতি এবং নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সংবর্ধনা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস,জেলা রোভার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা রোভারের সভাপতি ও পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এসময় বক্তব্য দেন জেলা রোভারের সহ সভাপতি অধ্যক্ষ মোঃ লুতফর রহমান প্রধান, সহ সভাপতি কাজী মোঃ ফজলে রাব্বি অধ্যক্ষ ও গ্রুপ সভাপতির মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজে,সাধারন সম্পাদক মোঃ আব্দুল কাদের, বাংলাদেশ স্কাউটের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র দেবিগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, প্রতিষ্ঠাতা পঞ্চগড় জেলার রোভার ও সাবেক সম্পাদক এবং বর্তমান নবনির্বাচিত কমিটির সহকারী কমিশনার রফিকুল ইসলাম সরকার। মোঃ আব্দুল মতিন ডালি আহবায়ক অডিট কমিটি ও অধ্যক্ষ পঞ্চগড় সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ।
সভায় নবাগত জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ স্কাউটস,পঞ্চগড় জেলা রোভার এর নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটির সদস্যরা পরিচিতি হন। এবং নবাগত জেলা প্রশাসকে ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান। জেলা প্রশাসক নব নির্বাচিত কার্য নির্বাহী কমিটিকে ফুল দিয়ে বরন করে নেন।
এসময় রোভারের সহ সভাপতি,যগ্ম সম্পাদক,সহকারী কমিশনারবৃন্দ ও কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।