মোঃ রেজাউল করিম আলম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ বিশ্ব নদী দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার আয়োজনে ২২ শে সেপ্টেম্বর রোজ রবিবার বিকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও প্রকৃতি সংগীত অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার’। বাপা পঞ্চগড় জেলা সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েলএর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বাপা পঞ্চগড় জেলা সভাপতি এ্যাড এ.কে.এম. আনোয়ারুল ইসলাম খায়ের।
নদী বিষয়ক মূল আলোচক হিসাবে বক্তব্য রাখেন বাপা পঞ্চগড় জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও কারিগর পঞ্চগড়ের পরিচালক সরকার হায়দার। আলোচনা সভায় ইউল্যাব এর আর কিওলজি বিভাগের অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান বিশেষ অতিথি হিসেবে জ্ঞানগর্ভ মূলক নদী প্রবাহ রক্ষাসহ নদীর বহুমুখী ব্যবহার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। পঞ্চগড়ের বিশিষ্ট নাগরিক গণের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলার আহ্বায়ক মাহফুজুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা সভাপতি সাজেদুর রহমান সাজু, বাপা পঞ্চগড় সহ-সভাপতি এ্যাড মনোয়ার হোসেন হানিফ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ইন্সটিটিউট (ডিগ্রী) এর সহকারী অধ্যাপক আহসান হাবিব, বাপা পঞ্চগড়ের সদস্য মোস্তাক আহমেদ ও পঞ্চগড় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী। বক্তাগণ পঞ্চগড়ের নদীসমুহ ও জীববৈচিত্র্য রক্ষায় জন সচেতনতার গুরুত্ব ও দেশীয় মাছ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাপা কার্যনিবার্হী কমিটির সহ-সভাপতি ও পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক সফিকুল আলম, সদস্য সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সদস্য সাংবাদিক হারুন অর রশিদ, সদস্য সহকারী অধ্যাপক শেখ সাজ্জাদ হোসেন, সদস্য ও দিশারী নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, দিশারী নাট্যগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম আলম কোষাধ্যক্ষ আ্যডভোকেট এম.কে. মিলন, সদস্য ও সম্মিলিত সেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ক মানিক খান, সদস্য মাজেদুল আকাশ, সদস্য ইভেন, সদস্য বাধন, বিডি ক্লিনএর তান্জিল, হস্ত তাঁত শিল্পের উদ্যোক্তা আব্দুল মজিদ সহ পঞ্চগড়ের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ প্রকৃতি সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী রইসউদ্দীন ও তার দল।