ওসমান গনি, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭০) আর নেই(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা(উত্তর পাড়া)গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী,৩মেয়ে,নাতি নাতনিসহ অসংখ্য আত্নীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘের মৃত্যুতে তাঁর কর্মময় স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রের পক্ষ থেকে জাতির এই সূর্য সন্তানের কফিনে জাতীয় পতাকায় মুড়িয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর আক্তার।এ সময় রাষ্ট্রীয় গার্ড অব অনার জানান গজারিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মো:মাহাবুবুর রহমান অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধাবৃন্দ,উপজেলা বি,এন,পি’র সাবেক সভাপতি প্রফেসর গিয়াসউদ্দিন,পুলিশের উপ পরিদর্শক আনোয়ার হোসেন প্রমুখ।
পরে কলিম উল্লাহ কলেজ মাঠে জানাজা নামাজ শেষে ভবেরচর কেন্দ্রীয় সামাজিক কবরস্থানে জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে দাফন করা হয়।