1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ১২:৪০ অপরাহ্ন

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৭২ ০৫ বার পঠিত

তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নীলফামারীতে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ রানা হোসেন (২৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে নীলফামারীর টেংগনমারী বাজারের পাটানপাড়া নামক স্হানে এই দূর্ঘটনাটি ঘটে ।

নিহত রানা কালকেওট গ্রামের সহিবার রহমানের ছেলে ।

প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা হলে তারা জানান যে মোহাম্মদ রানা হোসেন মোটরসাইকেল করে টেংগনমারী বাজারে আসার পথে বিপরিত দিক থেকে ছুটে আসা নীলফামারী গামী একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে রানা ঘটনাস্হলে মারা যায় আর প্রাইভেট কারটি দ্রুতগতিতে থাকার কারনে সে দ্রুত পালিয়ে যায়।

এদিকে জলঢাকা থানার ওসি জনাব ফিরোজ কবিরের সাথে কথা হলে তিনি তার আমি খবর পেয়ে ঘটনাস্হলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করি এবং পরিবারের কোন অভিযোগ না আর লাশ সেখানেই তার পরিবারের কাছে হস্তান্তর করি । তবে প্রাইভেট কারটি আটক করার জন্য অভিযান পরিচালনা করা হচ্ছে । আসা করছি প্রাইভেট কারটি আমরা আটক করতে পারবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ