স্টাফ রিপোর্টার ঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন বার্মাস্ট্যান্ড পদ্মা ডিপোর বিশিষ্ট শ্রমিক নেতা দাবী করে মোঃ সাইফুদ্দিন নামে এক প্রতারক তাফালিং করে বেড়াচ্ছে। অন্যদিকে ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি ও ট্যাংকলরী শ্রমিক নেতা আশরাফের দাপট দেখিয়ে বিভিন্ন অপকর্ম ও চাঁদাবাজি করে বেড়াচ্ছে সাইফুদ্দিন নামে এক তেল চোর। এই তেল চোর নিজেকে বিশিষ্ট ব্যবসায়ীও দাবী করেন। অথচ কাউন্সিলর মতি সাইফুদ্দিনকে অস্বীকার করে বলেন আমি সাইফুদ্দিন নামে কাউকে চিনি না। সামনে নির্বাচন তাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।
প্রতারক ও তেল চোর সাইফুদ্দিন বঙ্গন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে নিজেকে বিশিষ্ট ব্যবসায়ী ও শ্রমিক নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি করেছে বলে অভিযোগ রয়েছে এবং এলাকার মধ্যে শ্রমিক নেতা পরিচয় দিয়ে ব্যানার সাটিয়েছে। এ প্রসঙ্গে সাইফুদ্দিনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ১৫ই আগষ্টের ব্যানারটি শ্রমিক নেতা আশরাফ করে দিয়েছে, আমি কোন ব্যানার করি নাই। তাকে প্রশ্ন করলে তিনি কোন শ্রমিক সংগঠনের নেতা সেটা বলতে পারেনি। বরং তৎক্ষনাৎ সাইফুদ্দিন নিজেকে কাউন্সিলর মতির লোক বলে পরিচয় দেন। এ প্রসঙ্গে কাউন্সিলর মতির সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কোন সাইফুদ্দিনকে চিনি না। অথচ এলাকার মধ্যে মতিকে আবারও কাউন্সিলর হিসেবে দেখতে চাই দাবী করে সাইফুদ্দিন ছবি সংবলিত ফেস্টুন বিভিন্ন জায়গায় সাটিয়েছে। আসলে প্রকৃত ঘটনা সম্পর্কে এলাকাবাসী বলেন, মতি বলেন আর আশরাফ বলেন এরা একই নৌকার মাঝি। আর তাদের কিছু চ্যালাপেলা ও সংঘবদ্ধ একটি অপরাধী চক্র এলাকার মধ্যে নানা ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করে বেড়ায় এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটিয়ে সাধারণ মানুষকে হয়রানী করছে। কেউ প্রতিবাদ করলে তাকে চরমভাবে নাজেহাল করা হয়। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন সাইফুদ্দিনের বিরুদ্ধে জরুরী ব্যবস্থা গ্রহণ করবে বলে সচেতন মহল মনে করেন।