1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ২৬ মার্চ ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভোটদিয়ে আপনার রক্ত চুষে খাবে এই সুযোগ কোন এমপি,মন্ত্রী কাউকে আর দেওয়া যাবেনা-পঞ্চগড়ে সারজিস আলম সংখ্যানুপাতিক নির্বাচন বিএনপি মেনে নেবেনাবিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক – ব্যারিস্টার নওশাদ জমির বিএনপিতে ‘আশ্রয়’ পাচ্ছে আওয়ামী লীগের লোকজন তেঁতুলিয়ায় এবতেদায়ী মাদ্রাসার জমি জবরদখল কারীদের বিরুদ্ধে অভিযোগ পঞ্চগড়ে কবরস্থানের জায়গা দখল করে রাস্তা তৈরী করার প্রতিবাদে বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় ইসরাইলি তান্ডব ও গণহত্যার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ে পৌর বিএনপির ইফতার ও দোয়া মাহফিল আসন্ন নাসিক নির্বাচনে ১০ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়াইয়ের ঘোষনা দিয়েছেন লন্ডন প্রবাসী আরামবাগ সরদার বাড়ী নিবাসী জনাব মোশাররফ হক বাপ্পী পঞ্চগড় আটোয়ারী উপজেলা বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড়ে জমি নিয়ে সংঘর্ষ, বাড়িতে অগ্নিসংযোগ আহত ২০-২২ জন ও আটক ২৫-২৮ জন

লামায় লাগাতার অবরোধ কর্মসূচি দিয়েছে সিএনজি সমিতির সদস্যরা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ ০৫ বার পঠিত

মুহাম্মদ এমরান, বান্দরবানঃ বান্দরবানের লামা-আলীকদম চকরিয়া সড়কে সিএনজির অবাধ চলাচল ও ড্রাইভারদের হামলার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি দিয়েছে লামা উপজেলা সিএনজি,মাহিন্দ্রা মালিক ও চালক সমবায় সমিতি।

শুক্রবার (০৬ সেপ্টেম্বর’২৪ইং) সকাল থেকে লামার লাইনঝিরি মোড়ে অবরোধ কর্মসূচিতে অংশ নেন শতাধিক মাহিন্দ্রা সিএনজি চালক ও মালিক।

সমিতির সভাপতি ও সেক্রেটারি বলেন, আমরা দীর্ঘদিন চকরিয়া লামা-আলীকদম সড়কে সিএনজি চালিয়ে যাত্রীদের মনমতো সেবা দিয়ে আসছি। হঠাৎ জীপ বাস মালিক সমিতির লোকজন বিগত একমাস যাবত আমাদের সিএনজি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন। তারা আমাদের চালক ও মালিককে চকরিয়া পাওয়া মাত্র মারধর, হুমকি, ধমকি সহ আমাদের স্টেশনও ভাঙচুর করেছেন।

তারা আরো জানান, আমরা সিএনজি চালাতে না পারায় গত এক মাস ধরে সিএনজি চালক-মালিকদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। আমাদের প্রাস গাড়ি কিস্তির উপরে নেওয়া। অনেক চালক ও মালিক কিস্তি পরিশোধ করতে পারছেনা। এভাবে চলতে থাকলে পথে বসতে হবে সিএনজি মালিক-শ্রমিকদের।

আবার অনেকে ঋণ নিয়ে সিএনজি কিনে সংসার চালান। কিন্তু বাস-জীপ মালিকদের একচেটিয়া আধিপত্যের কারণে আমরা সিএনজি চালাতে পারছিনা। পরিবার-পরিজন নিয়ে দুর্বিষহ জীবন কাটাতে হচ্ছে আমাদের। ঋণের টাকা দিতে পারছেননা অনেকে।

এ বিষয়ে আলীকদম জোন কমান্ডার, লামা ইউএনও ও থানা বরাবর একাধিক বার লিখিত অভিযোগ দিয়েও আজঅবদি সমাধান মিলেনি। ইতিপূর্বে আলীকদম সেনাবাহিনী ক্যাম্পের সাধারণ বৈঠকে উভয় পক্ষের উপস্থিতিতে এক ধরনের সমাধান দিলেও বৈঠক থেকে বের হয়ে সেনাবাহিনীর সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বাস জীপ মালিক সমিতি কর্তৃপক্ষ। তাই আমরা নিরুপায় হয়ে লাগাতার অবরোধ কর্মসূচির আশ্রয় নিয়েছি।

এদিকে লাগাতার অবরোধ কর্মসূচির ফলে যাত্রী ভোগান্তির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন লামার ইয়াংছা ক্যাম্প কমান্ডার আতিকুর রহমান। তিনি আগামী রোববার সকাল ১০টায় আলীকদম জোন কমান্ডার কর্তৃক উভয় পক্ষের দ্বন্দ্ব নিরসনের আশ্বাস দেন। ততদিন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এড়িয়ে উভয় পক্ষকে গাড়ি চালাতে নির্দেশ দেন।

উল্লেখ্য যে, দুই কোটি টাকা ব‍্যয়ে সর্ববৃহৎ বাস টার্মিনাল লামায় উদ্বোধন হলেও মালিক সমিতির ফিটনেসবিহীন গাড়ির কাছে এখনো জিম্মি সাধারণ যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, মালিক সমিতির ফিটনেসবিহীন গাড়ি দিয়ে কেন আজীবন সড়কগুলোকে জিম্মি করে রাখবে? আমরা এর পরিবর্তন চাই।

এদিকে লামা-আলীকদমের অধিকাংশ যাত্রীরা চাই সিএনজি চলাচল করুক। তবে বাস,জীব মালিক সমিতির সাথে সমন্বয় করলে ভালো হয় বলে মনে করছেন স্হানীয় যাত্রীরা।
তারা আরো বলেন, বাস,জীব এর চেয়ে সিএনজি আমাদের জন্য সুবিধা। যেকোনো সময় রাতবেরাতে অসুস্থ রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার জন্য সিএনজি প্রয়োজন বেশি। তবে সকলে মিলেমিশে থাকলে যাত্রীদের সুবিধা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ