বিশেষ সংবাদদাতাঃ উত্তর সিলেটের প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা বশির উদ্দিন রহ.’র স্মৃতি ধারক সংগঠন মাওলানা বশির উদ্দিন রহ. সমাজকল্যাণ পরিষদের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট বৃহস্পতিবার সদ্য সাবেক সভাপতি মাওলানা শরিফ উদ্দিনের সভাপতিত্বে ফতেপুর বাজার রাবেতা কার্যালয়ে উক্ত দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সহ সাধারণ সম্পাদক হাফিজ হাসান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কালামুল্লাহ থেকে তেলাওয়াত করেন নব নির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক মাওলানা এমডি আসাদ আহমদ। উক্ত সাধারণ সভায় পঞ্চবার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট পেশ করেন সংগঠনে সাধারণ সম্পাদক মাওলানা আখলাক হুসাইন। এরপর তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে সাবেক কমিটির দায়িত্ব হস্তান্তর করা হয়। আলোচ্য সূচির ভিত্তিতে পরবর্তী ২০২৪-২৫ ও ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফলের ভিত্তিতে সভাপতি মাওলানা মমতাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাওলানা আখলাক হুসাইন নির্বাচিত হন। এরপর উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২৩ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়। নির্বাহী কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন, সিনিয়র সহসভাপতিঃ মুফতি নূমান বিন আহমদ, সহসভাপতিঃ মুফতি মাসুক আহমদ, সহসভাপতিঃ মাওলানা সিফতুর রহমান রাজু, সাধারণ সম্পাদকঃ আখলাক হুসাইন, সিনিয়র সহসাধারণ সম্পাদকঃ হাফিজ হাসান আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদকঃ মাওলানা দেলওয়ার হোসাইন, সহসাধারণ সম্পাদকঃ মাওলানা শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদকঃ হিফজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদকঃ আসাদুর রহমান চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ মাহফুজুর রহমান ফাহিম, সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদকঃ মাওলানা বুরহান উদ্দিন, প্রচার সম্পাদকঃ মাওলানা শাহরুল ইসলাম, সহপ্রচার সম্পাদকঃ মাওলানা এমাদ শিকদার, অর্থ সম্পাদকঃ মাওলানা সালমান আহমদ, অফিস সম্পাদকঃ মাওলালা লোকমান আহমদ, সমাজকল্যাণ সম্পাদক: এমডি আসাদ আহমদ, ছাত্রকল্যাণ সম্পাদকঃ মাওলানা জুয়েব রহমান জসিম, প্রকাশনা সম্পাদকঃ মাওলানা আব্দুল আহাদ, নির্বাহী সদস্যঃ বিলাল আহমদ চৌধুরী, মাওলানা আনোয়ারুল হক, মাওলানা আব্দুল হান্নান, হাফিজ আলী আহমদ।