মোঃ রেজাউল করিম আলম৷ পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৩০ আগষ্ট) বিকালে তেঁতুলিয়া উপজেলা বিএনপির আয়োজনে বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির আহবায়ক মো.শাহাদাৎ হোসেন রঞ্জুর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব মো. রেজাউল করিম শাহীন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আদম সূফি,অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, এম এ মজিদ,সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রীনা পারভীন।এছাড়াও জেলা উপজেলা বিএনপিসহ সকল অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।