1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

শেরপুরে প্রেমের ঘটনার জেরে নিহত-১,আহত-৩ জন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৫৫ ০৫ বার পঠিত

মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুরঃ শেরপুরে প্রেম সংক্রান্ত ঘটনা প্রতিপক্ষের হামলায় সাজ্জাদ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। বুধবার (২১ আগষ্ট) দিবাগত রাতে সদর উপজেলার ৭ নং ভাতশালা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মধ্যবয়ড়া নামাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।নিহতের পরিবার ও থানা পুলিশ স্থানীয় সুত্রে জানা গেছে,নিহত যুবক দুই সন্তানের জনক সাজ্জাদের সাথে একি গ্রামের এক তরুণীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে সাজ্জাত হোসেনসহ তিনজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেরপুর  সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে অন্যান্য আহতদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়।শেরপুর সদর থানার অফিসার ইনচার রিচার্জ ভারপ্রাপ্ত (ওসি) জাহাঙ্গীর আলম এ বিষয়ে বৃহস্পতিবার সকালে সত্যতা নিশ্চিত করে জানান,হামলার ঘটনায় নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একিসাথে আহতদের ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ