গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় পৌর শহরের ৮নং ওয়ার্ড সাহা পাড়ার বাসিন্দা দোলন দেবনাথের মৃত্যুতে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে। দোলন দেবনাথ (২৫) হচ্ছেন গলাচিপা হাসপাতাল রোডের পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছানা রানী দেবনাথ ও শুকরঞ্জন দেবনাথের ছোট ছেলে। দোলন দেবনাথ গলাচিপা সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র। পারিবারিকসূত্রে ও দোলন দেবনাথের বড় ভাই সুমন দেবনাথ জানান, রবিবার (১৮ আগস্ট) দুপুরে দোলন চাকুরীর জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সোমবার সকালে সদরঘাটে খাবারের দোকানে গেলে খাবার মুখে দেয়ার সাথে সাথে অসুস্থ হয়ে পড়ে। পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং স্ট্রকজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। সোমবার গভীর রাতে আমার ভাইয়ের শেষ কৃত্য অনুষ্ঠান শাহা পাড়া শ্মশানে সম্পন্ন হয়। তার মৃত্যুতে শোক বার্তা প্রকাশ করেন উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি রিন্টু রক্ষিত, পল্লী উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহ মো. সাহিন, সাবেক কাউন্সিলর সাহেব আলী মাতব্বর, সাবেক কাউন্সিলর আশিষ কুমার সাহা, সঞ্জিব দাস, উপজেলা সমাজসেবা শিশু সুরক্ষা কর্মকর্তা পঙ্কজ গাঙ্গুলী, পলাশ সাহা, রতন সাহা, তরুন সাহা, স্থানীয় লোকজন প্রমুখ। তার মৃত্যুতে পৌর শহরে ও তার এলাকায় গভীর শোক নেমে এসেছে। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।