1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান পঞ্চগড়ে ঘোড় দৌড় দেখতে মানুষের উপচে পড়া ভিড়! উৎসবে মাতলো হাজারো মানুষ পঞ্চগড়ে জাগপা’র বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ পঞ্চগড়ে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ায় চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের কমিটি গঠন রতনীবাড়ী বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে উল্লখ যোগ্য ৬ পদে নির্বাচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড়ে সাবেক রেলমন্ত্রীর জামিন না মঞ্জুর পঞ্চগড়ে আল ইহসান হজ গ্রুপ ও স্কুল অফ দা হলি কুরআন আয়োজিত প্যারেন্টিং প্রশিক্ষণ পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় হানাদার মুক্ত দিবস উদযাপিত পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ জুলাই আগষ্ট অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি নিয়ে স্মরণ সভা

তানোরে খাস জায়গায় পাকা বাড়ি নির্মাণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৭৭ ০৫ বার পঠিত

তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে সরকারি খাস জমি জবরদখল করে পাকা বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। তানোরের সরনজাই ইউনিয়নের (ইউপি)কাচারীপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামবাসীর মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে।
জানা গেছে, চলতি  মাসের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন রাতে কাচারিপাড়া গ্রামের প্রভাবশালী ইয়ার উদ্দিন দলবল নিয়ে  প্রায় কুড়িটি আম গাছ কেটে ওই খাস জায়গা জবরদখল  করে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, প্রখ্যাত ভূমি দালাল আলামিন অফিস খরচের নামে বড় অঙ্কের টাকা নিয়ে বাড়ি নির্মাণে সহযোগীতা করছে। এছাড়াও গ্রামের কিছু মানুষ যারা বাধা দিয়েছিল তাদের টাকা দেয়া হয় এবং মসজিদ কমিটিকে এক লাখ টাকা দেয়া হয়। এভাবে সকলকে ম্যানেজ  ইয়ার উদ্দিন পাকা বাড়ি নির্মাণ শুরু করেন।
সরেজমিন দেখা যায়,  সরনজাই কাচারিপাড়া গ্রামে  রাস্তার পাশে প্রায় ৫ শতক খাস জায়গা  দখল করে পাকা বাড়ি নির্মাণের জন্য নিচে ইট গাঁথুনি ও গেটবিম করা হয়েছে। গেটবিমের পর পিলার ঢালায়ের কাজ করছিলেন ইয়ার উদ্দিন। এবিষয়ে জানতে চাইলে ইয়ার উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, সামান্য পরিমান খাস আছে, সবার অনুমতি নিয়ে বাড়ি নির্মাণ করছি। ভূমি অফিস কি অনুমোদন দিয়েছে জানতে চাইলে তিনি বলেন ,তহসিলদার স্যার তদন্ত করে অনুমতি দিয়েছে। স্থানীয়
গ্রাম পুলিশ মাহফুজ জানান, সরকারি খাস জায়গায় কিভাবে পাকা দালান বাড়ি করে। তহসিল অফিস থেকে নায়েব গেছিল। কিন্তু অনৈতিক সুবিধা নিয়ে অন্য  রাস্তা দিয়ে চলে এসেছে। গ্রামের লোকজন তাকে ঘিরে রাখত টের পেয়ে সটকে পড়েছেন। যারাই বাড়ি নির্মাণের বিরুদ্ধে কথা বলেছে তাদের সবাইকে টাকা দিয়ে মুখ বন্ধ করে দিচ্ছে। আমাকেও ৫ হাজার টাকা দিতে চেয়েছিল আমি গ্রহন করিনি।টাকা দিয়ে আমাকে কিনা যাবে না বলে সাব জানিয়ে দিয়েছি। তার বাড়ি নির্মাণ বন্ধ না হলে যে জায়গায় গিয়ে কাজ হবে সে জায়গা পর্যন্ত যাবো। তানোর পৌর সদরের ইউপি ভুমি অফিসের নায়েব ইমান আলী জানান, সামনে কিছু পরিমান খাস ছিল, সেখানে কোন কিছু যাতে নির্মাণ না হয় সেটা বলা হয়েছে। তারপরও সার্ভেয়ার গিয়ে দেখেছে তিনি ভালো বলতে পারবেন। এবিষয়ে সার্ভেয়ার আমানত আলী জানান, জায়গাটি খাস। অন্য এক ব্যক্তির নামে লীজ আছে। বাড়ি নির্মাণকারি ব্যক্তিকে ইউএনও স্যার ডেকেছেন। এবিষয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, বাড়ি নির্মাণ কারীকে ডাকা হয়েছিল। সে আসতে পারেনি তার ছেলে এসেছিল। তাকে পরিস্কা বলে দেয়া হয়েছে জায়গা মাফ জোক করার আগে কোন ভাবেই কাজ করা যাবে না। যতটুকু হয়েছে সেগুলো অপসারণ করতে বলা হয়েছে। সে নির্দেশ না মানলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ