গোপালগঞ্জ প্রতিনিধিঃ দৈনিক জবাবদিহির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মাহমুদ কবির আলীর জেষ্ঠ্য পুত্র মোহাম্মদ ইফতেখার ইফতি আলীকে ধারালো চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে তালিকাভুক্ত সন্ত্রাসী তামিম ও তাজু। জেলা যুবদল নেতা মোহাম্মদ ইফতেখার জানিয়েছে গত রোববার সকালে তেঘরিয়া এলাকায় অসুস্থ এক আত্মীয়কে দেখে নিজ বাসায় ফেরার পথে সন্ত্রাসী তামীম ও তাজু তাকে চাইনীজ কুড়াল দিয়ে কুপিয়ে এবং হাতুড়ি,লাঠি দিয়ে. পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ বেড হাসপাতালে ভর্তি করে। সরেজমিন গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোহম্মদ ইফতেখারের মাথায় কোপ এবং সারা শরীরে নীলাফোলা জখম দেখা গেছে। গতকাল সোমবার মোহাম্মদ ইফতেখারের পিতা সাংবাদিক মোহাম্মদ মাহমুদ কবির আলী বাদী হয়ে গোপালগঞ্জ সদর আমলী আদালতে মামলা দায়ের করেন।বিজ্ঞ আদালত মামলাটি সদর থানায় এফআইআরভুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানান মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাড.জুলকদর রহমান ও অ্যাড. বরকতউল্লাহ।