1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকারে আরও ৫ উপদেষ্টার শপথ কাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৩২ ০৫ বার পঠিত

ডেক্স রিপোর্টঃ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের পরিসর আরও বাড়ছে। নতুন করে আরও পাঁচজন উপদেষ্টা যুক্ত হতে পারেন। আগামীকাল শুক্রবার বিকেল ৪টায় বঙ্গভবনে তাঁদের শপথ অনুষ্ঠিত হবে। বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ পড়াবেন। 

জানা গেছে, নতুন উপদেষ্টাদের জন্য পরিবহন পুলে পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘মন্ত্রিপরিষদ সচিব স্যার নতুন উপদেষ্টাদের ব্যবহারের জন্য পাঁচটি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। আমরা প্রস্তুত রেখেছি। শুক্রবার বিকেলে বঙ্গভবনে শপথ অনুষ্ঠান।’ 

এদিকে নতুন উপদেষ্টা কারা হচ্ছেন তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আলোচনায় আছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আনোয়ার উল্লাহ চৌধুরী এবং সাবেক সেনা কর্মকর্তা লে. জে. (অব.) জাহাংগীর আলমের নাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে ‌৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। ওই দিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তাঁর উপদেষ্টা পরিষদে এ পর্যন্ত ১৭ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। নতুন করে পাঁচজন শপথ নিলে অন্তর্বর্তী সরকারে প্রধান উপদেষ্টাসহ মোট উপদেষ্টা হবে ২২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ