1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৬৭ ০৫ বার পঠিত

ডেক্স রিপোর্টঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে তাদের দুজনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। 

এর আগে বিকেলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয় থেকে কড়া নিরাপত্তায় পুলিশের গাড়িতে তাদের দুজনকে আদালতের উদ্দেশে নেওয়া হয়। সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে তারা আদালতে পৌঁছান। এ সময় আদালত প্রাঙ্গণে সেনাবাহিনীর সদস্য ও পুলিশের কড়া পাহারা দেখা যায়। 

আদালত সূত্রে জানা যায়, রাজধানীর নিউমার্কেট থানায় করা হত্যা মামলার তদন্তের জন্য সালমান এফ রহমান ও আনিসুল হকের ১০ দিন করে রিমান্ড শুনানির আবেদন করেছিল পুলিশ। শুনানিতে তাদের পক্ষে দুজন আইনজীবী অংশ নিতে এজলাস কক্ষে গেলে তাদের বের করে দেওয়া হয়। আসামিপক্ষের আইনজীবীর শুনানি ছাড়াই আদালত তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল মঙ্গলবার রাজধানীর সদরঘাট এলাকায় নৌকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর গতকাল রাতে দুজনকে নেওয়া হয় রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে। 

ডিবি কার্যালয়ের একটি সূত্র জানায়, রাতে ডিবি কার্যালয়ের হাজতখানায় ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক। দেশের ধনকুবের ও সাবেক আইনমন্ত্রীর জন্য সেখানে কোনো বিশেষ ব্যবস্থা ছিল না। সাধারণ আসামিদের মতোই তাদের জন্য খাবার পরিবেশন করা হয়। 

ডিবি কার্যালয়ে ভিআইপি আসামির জন্য অনেক সময় বিশেষ ব্যবস্থা করা হয়, খাবার পাঠানো হয় বাসা থেকে। এ ছাড়া রাতে ঘুমানোর জন্য সরবরাহ করা হয় বিছানা। কিন্তু সালমান এফ রহমান ও আনিসুল হকের জন্য এমনটা করা হয়নি বলে জানা গেছে। সাধারণ আসামিদের মতো সেখানে মেঝেতে ঘুমাতে হয়েছে তাদের। গত রাতে সালমান এফ রহমান ও আনিসুল হককে ডিবিতে আনার পর সেখানে যান ডিএমপি কমিশনার।

পুলিশ সূত্রে জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। তাদের মধ্যে একজন ছাত্র ও অপরজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। ওই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ