মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের মুক্তাগাছায় থানার সকল কার্যক্রম শুরু করেছে মুক্তাগাছা থানা পুলিশ। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই থানা পুলিশকে দায়িত্ব পালন করতে দেখা যায়।
এ সময় দায়িত্ব পালন করতে আসলে ছাত্র-জনতা পুলিশকে ফুল দিয়ে স্বাগত জানান। ফায়ার সার্ভিস কর্মী, আনসার সদস্য ও শিক্ষার্থীদেরও তাদের সঙ্গে সড়কের শৃঙ্খলা বজায় রাখার কাজে নিয়োজিত থাকতে দেখা গেছে।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানান, ১০ তারিখ থেকেই পুলিশ কাজে যোগ দিয়েছে। তবে মঙ্গলবার সকাল থেকে তারা পূর্ণাঙ্গ দায়িত্ব পালন শুরু করেছে। থানা পুলিশকে সহযোগিতা করাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।