নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ ফতুল্লা থানার লালখা রামারবাগ এলাকার চিহ্নিত অস্রবাজ, ভূমিদস্যু সন্ত্রাসীদের দৌরাত্ম্য এখনো কমেনি। বিগত অওয়ামি সরকারের আমলে এইসব ভূমিদস্যু সন্ত্রাসীরা রাজনৈতিক ছত্রছায়ায় মারামারি, অস্রবাজি, লুটপাট, ও দখলের সর্গরাজ্য গড়ে তুলেছিল। বর্তমানে নেতৃস্থানীয় সন্ত্রাসিরা পলাতক থাকায় পাতি সন্ত্রাসিরা সংগঠিত হচ্ছে এবং বিএনপিসহ অন্যান্য রাজনৈতিকদলের ছত্রছায়ায় আশ্রয় নিয়ে তাদের এই হীন কর্মকান্ড চালিয়ে যাওয়ার পায়তারা করছে। লালখা এলাকায় পিস্তল ইবু ও তার ছেলে টোকাই সজল তার অন্যতম।
ফতুল্লা এলাকার শীর্ষ সন্ত্রাসী কাইল্লা গিয়াসউদ্দিন ও ফেন্সি আজমতের ক্যাডারছিল এই পিস্তল ইবু ও টোকাই সজল। কাইল্লা গেসুর মৃত্যুর পর ফেন্সি আজমতের নেতৃত্বে পিস্তল ইবু ও তার ছেলে টোকাই সজল লালখা, রামার বাগ, তক্কারমাঠ, শাহজাহান রুলিংমিলসহ আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। বর্তমানে সরকার পতনের ফলে ফেন্সি আজমত পলাতক থাকায় পিস্তল ইবু ও টোকাই সজল বিএনপি দলের সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করছে যা নিরিহ এলাকাবাসীর আতংকের কারণ হয়ে দারিয়েছে। এমতাবস্থায় নিরীহ মানুষ এহেন সন্ত্রাসীদেরপ্রতিরোধে প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করেন