আহসান হাবীব, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলার হারিছ চৌধুরী বাজার থেকে পন্ডিতের হাট ভাঙা সড়ক মেরামত করলেন স্বেচ্ছাসেবী নবপ্রত্যয় যুব সংগঠন ও এলাকার যুবকরা।
উপজেলার চরজুবিলী ইউনিয়নের সড়কগুলোর মধ্যে ব্যস্ততম সড়ক হচ্ছে হারিছ চৌধুরী বাজার থেকে হাবিব উল্যাহ মিয়ার হাট সড়ক।
যা প্রতিদিনই ছোটবড় যানবাহন চলাচল করে আসছে। সেই সড়কে জায়গায় জায়গায় ছোট বড় গর্তের ফলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বিভিন্ন স্থানে বৃষ্টির পানিতে বড় বড় গর্ত সৃষ্টি হয় তা খানাখন্দকে পরিণত হয়ে পড়ে। যার কারণে ওই স্থান গুলো দিয়ে বিভিন্ন যানবাহন চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয় চালক ও পথচারীদের।
স্থানীয়রা জানান, এ সড়কটি দিয়ে প্রতিদিন শতশত ছোট বড় অনেক যানবাহন চলাচল করে থাকে। সড়কটি খানাখন্দকে পরিণত হওয়ায় অনেক যানবাহন দুর্ঘটনা ঘটার উপক্রম হয়ে পড়ে।এমনকি কয়েকটি ছোট বড় দুর্ঘটনা ঘটেছে এ সড়কে।
দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল দশা দেখেও কর্তৃপক্ষের নজরে না আশায় ১০ আগষ্ট শনিবার সকালে নবপ্রত্যয় যুব সংগঠন ও এলাকার যুবকরা রাস্তাটি মেরামত করার উদ্যোগ নেন। তারা সেখানে নিজেদের অর্থায়নে ইটের ব্যবস্থা করে সড়কের ভাঙা স্থানে বিছিয়ে দিয়ে তা মেরামত করেন। এতে ওই স্থান দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে চালক ও পথচারীদের নিত্যদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হয়েছে।
ওই সংগঠনের সদস্যরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বেহাল দশা থেকে সাময়িক মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য আমরা ইট ফেলে কিছুটা চেষ্টা করেছি।
জেলা সড়ক বিভাগের দৃষ্টি আকর্ষণ করার জন্যই মূলত আমাদের এই উদ্যোগ। আমরা আশা করি কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে সড়ক মেরামতের পদক্ষেপ গ্রহণ করবেন।