খালেদ খুররম পারভেজ, ময়মনসিংহঃ ময়মনসিংহ ৯ আগষ্ট ২০২৪:মুক্তাগাছায় ট্রাফিক নিয়ন্ত্রণে কর্মরত বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রদের হাতে ৪০কেজি গাঁজা, গাঁজা কারবারী রোকনুজ্জামান (৩৫) সহ একটি প্রাইভেট কার আটক। শুক্রবার সন্ধ্যা ৬টায় বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা মুক্তাগাছা শহরের নাপিত খোলা মোড় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছিল। এমন সময় সাদা রঙের টায়োটা প্রাইভেটকার যার নং (ঢাকা মেট্রো—গ ৪২—৩৯৫৩) এর ভিতর এক ব্যক্তিকে অনেক গুলো ব্যাগসহ বসে থাকতে দেখে ছাত্রদের সন্দেহ হয়। তারা গাড়িটি থামিয়ে গাড়িতে ব্যাগে কি আছে জিজ্ঞাসা করলে ড্রাইভার গাড়িতে থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি নেমে দৌড় দেওয়ার চেষ্টা করলে উপস্থিত ছাত্ররা তাকে ধরে ফেলে। ছাত্ররা ব্যাগ খুলে গাঁজার ১০টি প্যাকেট পায়। যার আনুমানিক ওজন ৩৫/৪০ কেজি। পরে শিক্ষার্থীরা সেনাবাহিনীকে খবর দিলে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আতিকুল ইসলাম একটি টিম নিয়ে ঘটনাস্থলে পৌছে গাঁজাসহ ধৃত ব্যক্তিকে মুক্তাগাছা থানায় নিয়ে আসেন।
আটক রোকনুজ্জামান জামালপুর সদর উপজেলার বাঁশ চড়া ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের আব্দুস সাত্তারের পুত্র। রোকন দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত বলে স্বীকার করে।
এব্যাপারে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক আহম্মেদ জানান, ছাত্রদের হাতে আটককৃত মাদক কারবারি রোকনুজ্জামান নামে এক ব্যক্তিকে ১০ প্যাকেট গাঁজাসহ সেনাবাহিনী থানায় হস্থান্তর করেছে। এখন আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।