তানোর(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এঘটনায় এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, তানোরের বাধাইড় ইউনিয়নের (ইউপি) জেল নম্বর ৩৮, মৌজা ভান্ডইল, খতিয়ান নম্বর ১১৭, দাগ নম্বর আরএস-৬৫৮, শ্রেণী ধানী,
জমির পরিমাণ এক একর ১২ শতক ও দাগ নম্বর ৬৬০ জমির পরিমাণ ৭২ শতক দুই দাগে মোট এক একর ৮৪ শতক।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ক্রয সুত্রে এসব সম্পত্তির মালিক চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হায়দার আলী বিশ্বাস দিগর। বিগত ১৯৭৬ সাল থেকে তার এসব সম্পত্তি শান্তিপুর্ণভাবে ভোগ দখল করে আসছেন। তানোরের বাধাইড় ইউপির বহরইল গ্রামের মৃত ফুলচান আলীর পুত্র শফিকুল ইসলাম এসব সম্পত্তি বর্গাচাষ করে আসছেন। কিন্ত্ত দেশে রাজনৈতিক পট পরিবর্তন হবার পরপরই, চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা ধিনগর গ্রামের মৃত মহাসিন আলীর পুত্র মজিবুর রহমান এসব সম্পত্তি হাতিয়ে নিতে নানাভাবে পাঁয়তারা শুরু করে।
প্রত্যক্ষদর্শীরা জানান,গত ৭ আগষ্ট বুধবার মজিবুর রহমান বহিরাগত লাঠিয়াল বাহিনী দিয়ে জোরপুর্বক এসব জমিতে আমণের চারা রোপণ করেছে। এসময় বর্গাচাষী শফিকুল ইসলাম বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া দিলে সে পালিয়ে রক্ষা পায়।এঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।এবিষয়ে জানতে চাইলে হায়দার আলী বিশ্বাস বলেন, ক্রয় সুত্রে এসব সম্পত্তির মালিক তারা।তিনি বলেন, তারা ১৯৭৬ সাল থেকে এসব সম্পত্তি শান্তিপুর্ণভাবে ভোগদখল করে আসছেন।কিন্ত্ত হঠাৎ করে মজিবুর রহমান জোরপুর্বক সম্পত্তিতে আমণ চারা রোপণ করেছে। এবিষয়ে জানতে চাইলে মজিবুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন,তিনি তার সম্পত্তিতে আমণের চারা রোপণ করেছেন।