1. crimeletter24@gmail.com : crimelet_crimelet :
বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

তানোরে গভীর নলকুপ অপারেটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪
  • ১২০ ০৫ বার পঠিত

আলিফ হোসেন, তানোরঃ রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ)গভীর নলকুপ অপারেটরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এঘনায় গত ৩১ জুলাই বুধবার স্কীমভুক্ত কৃষকদের পক্ষে কাইছার আলী বাদি হয়ে বিএমডিএ’র সহকারী প্রকৌশলীর কাছে লিখিত অভিযোগ করেছেন। রাজনৈতিক  বিবেচনায় নিয়োগ করা অপারেটরের অপসারণ, স্কীমভুক্ত কৃষকের মতামতের ভিত্তিতে  অপারেটর নিয়োগ ও সমিতির মাধ্যমে নলকুপ পরিচালনার দাবিতে কৃষকেরা বিক্ষুদ্ধ হয়ে উঠেছে।


এদিকে লিখিত অভিযোগে বলা হয়েছে,চাঁন্দুড়িয়া ইউনিয়নের(ইউপি) জেল নম্বর ১২২, মৌজা রাতৈল 
গভীর নলকূপ নম্বর-৭। এই গভীর নলকূপের অপারেটার সোহেল রানা। তিনি দীর্ঘদিন যাবত অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত। 
সম্প্রতি,গভীর নলকূপটি রি-বোরিং করা হয়। উক্ত নলকূপ স্কীমে  ১৭০ বিঘা জমি রয়েছে। রি-বোরিং বাবদ কৃষকের কাছে থেকে বিঘা প্রতি এক হাজার ৯৫০ টাকা করে মোট ৩ লাখ ৩১ হাজার ৫০০ টাকা আদায় করা হয়েছে। অথচ একটি গভীর নলকুপ রি-বোরিং করতে সর্বোচ্চ ব্যয় এক লাখ ১০ হাজার টাকা। ফলে তিনি রি-বোরিং বাবদ প্রায় দুই লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করেছেন। লিখিত অভিযোগে আরো বলা হয়েছে,অপারেটার সহেল রানা আওয়মী লীগের নাম ভাঙিয়ে নিরিহ কৃষকের কাছ থেকে জোরপূর্বক চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন করে টাকা আদায় করেন। উক্ত  অপারেটর কাউকে তুয়াক্কা না করে, কোন নিয়ম নীতি না মেনে ক্যানালের ইট (ডিপের পশ্চিম দিক করা)  তুলে বাড়িতে নিয়ে চলে যায়। এবং বাড়ির কাজে লাগায়। অপারেটার গভীর নলকূপটিতে সরকারী নিয়মনীতির মাধ্যমে পরিচালনা করে না। তার খেয়াল-খুশিমত পরিচালনা করে। নিরহ কৃষকেরা প্রতিবাদ করলেই  অপারেটর তার ভাই-ভাতিজাকে দিয়ে নিরিহ কৃষক দের মারপিট করে এবং ঠিকমত  জমিতে পানি সেচ দেয় না। গভীর নলকূপের খরচ বিভিন্ন অজুহাতে (যেমন মটর তোলা মটর পোড়া বাবদ মোটা অংকের টাকা বিঘা পতি খরচ আদায় করে) বাংলাদেশ সরকার কৃষক বান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা কৃষকের জন্য দিন রাত কাজ করছেন। অথচ এই ধরনের অপারেটর সাধারণ
কৃষকের ভাগ্য নিয়ে ছিনিমিনি করছে, এতে  দল ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।এছাড়াও 
পারিবারিক বিরোধের জেরে অনেকের জমিতে পানি সেচ দেয় না, এতে জমিগুলো অনাবাদি অবস্থায় পড়ে থাকে। 
অন্যদিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী  সুপীয় পানির ব্যবহার করার লক্ষে গ্রাম পর্যায়ে বিশুদ্ধ পানির ব্যবহারের লক্ষে উক্ত গভীর নলকুপ থেকে  গ্রামের বাড়িঘর ও মসজিদে পানি সরবারহের ব্যবস্থা ছিলো। অথচ অপারেটর সোহেল প্রকল্পটি জোরপূর্ব ক বন্ধ করে দিয়েছে। এবিষয়ে বিএমডিএ তানোর জোনের সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) জামিলুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, গভীর নলকুপ রি-বোরিং করতে সর্বোচ্চ এক লাখ ১০ হাজার টাকা জমা দিতে হয়।
এবিষয়ে জানতে চাইলে অপারেটর সোহেল রি-বোরিং করার জন্য বিঘা প্রতি এক হাজার ৯৫০ টাকা করে নেয়ার কথা শিকার করে বলেন, প্রকৌশলী তার মতো হিসেব দিয়েছে, কোথায় কতো টাকা খরচ হয়েছে তার হিসেব তার কাছে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ