তপন দাস, নীলফামারী জেলা প্রতিনিধি -ঃ নীলফামারীর সদর উপজেলার বিআরটিএ এর অফিস প্রাঙ্গন থেকে কুখ্যাত ৫ প্রতারক কে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব – ১৩) সিপিসি ২ এর নীলফামারী ক্যাম্পের একটি দল ।
পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ শত করে টাকা জরিমানা ও ভবিষ্যতে এমন কাজ না করার জন্য মুচলেকায় স্বাক্ষ্যর নিয়ে তাদের কে ছেড়ে দেয়া হয় ।
এসময় ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জেলা প্রশাসকের কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর( এন ডি সি) রমিজ আমল, এসময় উপস্থিত ছিলেন বিআরটি এ এর সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস সহ র্যাবের সদস্য গণ উপস্থিত ছিলেন।
আটককৃতরা হলে সদরের গোড়গ্রাম ইউনিয়নের ফজলুল হকের ছেলে জাহাঙ্গীর আলম, শহরের মাধারমোড় এলাকার শুনিল ঘোষের ছেলে স্বাধীন ঘোষ,জেলা শহরের নতুন বাজার এলাকার রমজান আলীর ছেলে সুমন ইসলাম, শহরের উকিলপাড়ার আব্দুল হামিদের ছেলে জাহিদ হোসেন, ও কিশোরগঞ্জ উপজেলায় কালিকাপুর এলাকার ওয়ালিউল্লা শাহ এর ছেলে শেরশাহ ।
এসময় উপস্থিত সাংবাদিকদের কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট রমিজ আলম জানান নীলফামারীর সদরের বিআরটিএ তে সেবা নিতে আসা বিভিন্ন যানবাহন ও চালকদের সঙ্গে কথা বলে দ্রুত কাজ করে দেয়ার কথা বলে প্রচুর অর্থ হাতিয়ে নিতো এই প্রতারক চক্রটি।
এসময় উপস্থিত র্যাব -১৩ নীলফামারী ক্রাইম প্রিভেনশন কোম্পানি ২ ( সিপিসি ২) এর কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার জনাব রফিকুল আলম জানান আমাদের কাছে বিভিন্ন সময় অভিযোগ এসেছিল যে বিআরটি এ অফিসে কিছু সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারনা করে আসছে তারেই অভিযোগের ভিত্তিতে আজ আমরা অভিযান পরিচালনা করি এবং ৫ প্রতারক কে আটক করি ও ভ্র্যাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে ৫ শত করে টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় ।