মোঃ রেজাউল করিম, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা: সামন্ত লাল সেন বলেছেন, অনুমোদন ছাড়া কোন প্রাইভেট প্যাথলজি ও হাসপাতাল কাজ করতে পারবে না। একটি হাসপাতালে যা যা থাকার ক্রাইসেটি দরকার তা না থাকলে সেই হাসপাতাল গুলো বন্ধ করে দেয়া হবে।
শনিবার (১৩ জুন) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, স্বাস্থ্য সেবার মান বৃদ্ধিসহ ঢাকা শহর বাদ দিয়ে জেলার হাসপাতালগুলোর চিকিৎসা ও সেবার মান বৃদ্ধি করতে এবং সমস্যা দেখতে এই পরিদর্শন।
এ সময় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, জেলা প্রশাসক জহুরুল ইসলাম, পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পঞ্চগড় সিভিল সার্জন ডা: মোস্তাফিজুর রহমান, আধুনিক সদর হাসপাতালের সহকারি পরিচালক এস আই এম রাজিউর করিম রাজু,পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের এনেসথেশিয়া কনসালটেন ও বি এম এর জেলা সেক্রেটারি ডাক্তার মনসুর আলম বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবির প্রমূখ।
এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সহ রোগীদের সাথে কথা বলেন।