ডেস্ক রিপোর্টঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিষয়ে দেশত্যাগে আদালতের কোনো নিষেধাজ্ঞা ছিল না। তাই সে কোনো দেশে গিয়েছে সেই বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই। তবে শোনা যাচ্ছে, তিনি সিঙ্গাপুরে আছেন।
বুধবার (৫ই জুন) দুপুরে রাজধানির রাওয়া কনভেনশন সেন্টারে ইউনিভার্সেল মেডিকেল কলেজের ১০ম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিষয়ে দেশ ত্যাগে আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকায় আমাদের কাছ তাঁর অবস্থান নিয়ে তথ্য নেই। শোনা যাচ্ছে, তিনি (বেনজীর) সিঙ্গাপুরে আছেন। এই বাইরে আর কোনো তথ্য নেই।