মিরু হাসান, স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সান্তাহার পৌর শহরের সান্তাহার রেলগেট হইতে সাইলো শহর পর্যন্ত সড়কটি দীর্ঘদিন বেহাল অবস্থায় ছিল। চলতি বছরের জানুয়ারী মাসে এই সড়কের সংস্কার কাজ হয়। সড়কের কাজটি শেষ হয় গত মে মাসে। কিন্তু এক মাসের ব্যবধানে সড়কটিতে ফাটল দেখা দিয়েছে। সড়কেটির পিচ উঠে যাচ্ছে। এতে সড়কটির তৈরির মান নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। সান্তাহার পৌরসভা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে সান্তাহার শহরের রেলগেট থেকে সান্তাহার সাইলো সড়ক পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়ক সংস্করের কাজ শুরু হয় চলতি বছরের ২২ জানুয়ারী। কাজটি শেষ হয় গত মে মাসে। কিন্তু মাত্র এক মাসের ব্যবধানে উক্ত সড়কটি দেখা দিয়েছে নানা স্থানে ফাটল। অনেক স্থানে পিচ উঠে গেছে। সড়কের এজিং ভেঙে গেছে অনেক স্থানে। ফলে উক্ত কাজটির মান নিয়ে জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন। স্বয়ং সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র সড়কটির নির্মাণ কাজের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।
সান্তাহার পৌরসভার ৫ ওয়ার্ডের কমিশনার মোঃ আলাউদ্দীন জানান, গতকাল (সোমবার) সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্ঝল হোসেন (ভুট্টু) উক্ত সড়কের নির্মাণ ঠিকাদারদের ডেকে এক সপ্তাহের মধ্যে উক্ত সড়কে নির্মাণ কাজের ক্রাটি খুজে বের করে তা সমাধানের জন্য নির্দেশ প্রদান করেছেন। সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন বলেন, কাজের দেখভাল দেখার দায়িত্ব পৌরসভার প্রকৌশলী বিভাগের। তবে চোখে দেখেও বোঝা যায়, কাজটির মান খারাপ হয়েছে। আমি এ বিষয়ে পৌর মেয়রের সাথে কথা বলব। এ বিষয়ে সান্তাহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম বলেন, উক্ত সড়কটি নতুন সংস্কার করা হয়েছে এবং এখনও কাঁচা আছে । সেই সড়কে ওভার লোড কিছু গাড়ি চলাচল করায় অল্প সমস্যা হয়েছে। তা অতি দ্রæত ঠিক করা হবে। পৌর মেয়র সাহেব এবং আমি বিষয়টি দেখছি।