লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জের পৌরসভার মেয়র একজন মানবতার মানুষ সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বংশধর।
পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন গত মঙ্গলবার বার ৪নং ওয়ার্ডের চরপাড়া এলাকার প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসকে নগদ দুই লাখ টাকা অর্থ সহায়তা দিয়েছেন। গত ১৯ মে ভোরে ওই প্রতিবন্ধী প্রফুল্ল বিশ্বাসের গোয়ালঘরে মশা মারার কয়েল থেকে আগুন লেগে তিনটি গরু পুড়ে যায়।গরু হারিয়ে তিনি ও তার পরিবার পাগল প্রায় হয়ে পড়েন। এই দুর্দিনে পাশে এসে দাড়ালেন পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন। তিনি নিজের জমি থেকে উপার্জিত অর্থ দিয়ে প্রফুল্লকে নতুন করে বাঁচার প্রেরণা যোগালেন। গোপালগঞ্জের পৌর মেয়র বলেন এটা টাকা আমার জমি বিক্রি করা টাকা এটা পৌরসভার কোন অনুদান না,অর্থ প্রদানকালে সেখানে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর রনি হোসেন কালুসহ , প্রিন্স, ডেভিট,এলাকাবাসী জনতা।