লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ শহরের পাবলিক হল মোড়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করা হয় গতকাল সোমবার।
এ সময় মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও জন্মদিনের কেকে অননুমোদিত রং মিশ্রিত করার অপরাধে ৪ টি প্রতিষ্ঠানের কাছ থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট ১৬,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় গোপালগঞ্জ সদর থানার পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান এ তথ্য জানিয়ে বলেন জনস্বার্থে জেলার বিভিন্ন স্থানে এধরনের অভিযোগ অব্যাহত থাকবে।